স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৮ ১৮:৪৯

এল ক্লাসিকোতে ভিনিসিয়াসকে চান পেরেজ, কোচের ‘না’

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিসিয়াস জুনিয়রকে এল ক্লাসিকোতে খেলানো নিয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ জুলিয়েন লোপেতেগুইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। ক্লাব সভাপতি চান বার্সেলোনার বিপক্ষে মর্যাদাপূর্ণ ম্যাচে ভিনিসিয়াসকে খেলাতে, কিন্তু তাকে খেলানোর ঝুঁকি নিতে নারাজ কোচ।

সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ হয়তো ভিনিসিয়াসকে খেলানোর বিষয়ে এতটা জোরাজুরি করতেন না। কিন্তু, রিয়ালের সব ফরোয়ার্ডরাই চরম দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছেন। গ্যারেথ বেল, করিম বেনজেমা, মার্কো এসেনসিও, মারিয়ানো-কেউই গোল পাচ্ছেন না। ফলস্বরূপ রিয়াল মাদ্রিদকে টানা ৫ ম্যাচে থাকতে হয়েছে গোলহীন! একই সঙ্গে টানা ৫ ম্যাচে কাটাতে হয়েছে জয়হীন। যার মধ্যে ৪ ম্যাচেই পেতে হয়েছে হারের স্বাদ।

গত শনিবার লেভান্তের বিপক্ষে রিয়ালের সেই গোলখরা কেটেছে। তবে সেই খরাটা কাটিয়েছেন একজন ডিফেন্ডার, ব্রাজিলের মার্সেলো। কিন্তু, সেই ম্যাচেও হেরে যায় রিয়াল। গত মঙ্গলবার কাটিয়েছে জয়খরাও। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে রিয়াল জিতেছে ২-১ গোলে। এই ম্যাচেও দলের হয়ে একটা গোল করেছেন মার্সেলো। অন্য গোলটা করেছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। বেনজেমার সেই গোলটা ছিল আবার ৭ ম্যাচে রিয়ালের কোনো ফরোয়ার্ডের প্রথম গোল!

কিন্তু, কোচ লোপেতেগুই এল ক্লাসিকোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তরুণ ভিনিসিয়াসকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। কোচ লোপেতেগুই এল ক্লাসিকোতে ভিনিসিয়াসকে খেলানোটাকে ঝুঁকি মনে করছেন। সভাপতি পেরেজ আবার অফফর্মের বেল, বেল বেনজেমা, এসেনসিও, মারিয়ানোদের উপর আস্থা রাখাটাকেই মনে করছেন ঝুঁকি। তাদের একজনের পরিবর্তে ভিনিসিয়াসে ভর করেই খুঁজে নিতে চাইছেন গোল-ব্যর্থতা থেকে বেরিয়ে আসার পথ।

২০১৭ সালের মে মাসে চুক্তি করলেও ভিনিসিয়াস রিয়ালে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন গত ১ জুলাই, বয়স ১৮ পূর্ণ হওয়ার পর। বার্নাব্যুতে আসার পর থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন। কিন্তু, বয়স কম বলে কোচ লোপেতেগুই তাকে মূল দলে সেভাবে খেলাচ্ছেন না। তবে রিয়ালের দ্বিতীয় বিভাগের দল কাস্তিয়ার হয়ে প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন। এ পর্যন্ত ৫ ম্যাচে করেছেন ৪ গোল।

রিয়ালের মূল দলের হয়েও এরই মধ্যে দুটি ম্যাচে নেমেছেন। কিন্তু, সেই দুই ম্যাচ মিলে খেলেছেন মাত্র মিনিট দশেক। গত ২৯ সেপ্টেম্বর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মূল দলে অভিষেক হয় তার। তবে কোচ লোপেতেগুই তাকে বদলি হিসেবে নামান ম্যাচের ৮৭ মিনিটে! এর পরে অন্য একটি ম্যাচে তাকে নামানো হয় ৮৩ মিনিটে।

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর জয় পাওয়া আর গোল করা যেন ভুলেই গেছে স্প্যানিশ জায়ান্টরা। দলের এমন অবস্থায় কোচ জুলিয়েন লোপেতেগুইয়ের চাকরিও রয়েছে হুমকির মুখে। এমন অবস্থায় ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের চাপের মুখে ভিনিসিয়াস জুনিয়রকে এল ক্লাসিকোতে কীভাবে মাঠে নামান কোচ সেটার দেখার বিষয়!

আপনার মন্তব্য

আলোচিত