স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৮ ২২:২৬

রোববার বিপিএলের খেলোয়াড় বাছাই

ফ্রাঞ্চাইজিভিত্তিক টি২০ ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ আসরের খেলোয়াড় (দেশী ও বিদেশী) বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। এদিন সকাল ১০টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে এবাবের খেলোয়াড় বাছাইয়ের নিলাম।

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এবাবের আসরে ৭টি দল অংশগ্রহণ করছে। খেলোয়াড়দের দেনা-পাওনা না মিটানোর অভিযোগে পঞ্চম আসরের মতো এবারও নিষেধাজ্ঞায় রয়েছে বরিশাল বুলস।

বিপিএলের ষষ্ঠ আসরের জন্য ৩৭৩ জন দেশি-বিদেশি খেলোয়াড় তালিকায় রয়েছেন। এদের মধ্যে ইংল্যান্ডের ৮৬, পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলঙ্কার ৫৫, আফগানিস্তানের ২০, দক্ষিণ আফ্রিকার ১৮, জিম্বাবুয়ের ১৫ এবং আয়ারল্যান্ডের ১০ জন খেলোয়াড় রয়েছেন।

প্রতিটি দল ২ জন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের বাইরে নিযুক্ত করতে পারবে। সেই প্রক্রিয়ায় গ্রিস গেইল ও ডি ভিলিয়ার্সকে রংপুর রাইডার্স আর ডেভিড ওয়ার্নারকে কিনে নিয়েছে সিলেট সিক্সার্স।

পূর্ববর্তী বিপিএল মৌসুম থেকে রেখে দেওয়া খেলোয়াড়রা হলেন-

রাজশাহী কিংস: মমিনুল হক, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান ও জাকির হাসান।
সিলেট সিক্সার্স: লিটন কুমার দাস, সাব্বির রহমান, নাসির হোসেন ও সোহেল তানভীর।
কুমিল্লা ভিক্টোরিয়ান: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও শোয়েব মালিক।
রংপুর রাইডার্স: ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম ও মাশরাফি বিন মুর্তজা।
ঢাকা ডাইনামাইটস: সাকিব আল হাসান, সুনীল নারাইন, রোভমান পাওয়েল ও কিরন পোলার্ড।
খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন ও কার্লোস ব্রাথওয়েট।
চট্টগ্রাম ভাইকিং: সাঞ্জামুল ইসলাম, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, লুক রনচি।

আপনার মন্তব্য

আলোচিত