স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০১৮ ১৫:৩৫

বিপিএলে দল পেলেন আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ গড়াপেটার জন্যে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। নিষেধাজ্ঞা শেষে এবার সেই বিপিএলে ফিরছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বিপিএলের এবারের আসরে দল পেয়েছেন তিনি। প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে টেনেছে চিটাগং ভাইকিংস। এবারের বিপিএলে মুশফিকুর রহিমের সতীর্থ তিনি।

২০১৩ সালের বিপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। প্রথম দুটি আসরে তিনি ছিলেন বিলুপ্ত ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্লাটিয়েটরসের খেলোয়াড়। কেবল আশরাফুলই নন, ম্যাচ গড়াপেটাসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িয়েছিল সেই ফ্র্যাঞ্চাইজিও। আশরাফুলের নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করায় তাকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। বহিষ্কার করা হয় ঢাকা গ্লাটিয়েটরসকেও।

গত ১৩ আগস্ট শেষ হয় আশরাফুলের পাঁচ বছর মেয়াদি নিষেধাজ্ঞা। এর আগে অবশ্য ২০১৬ সালে তিনি জাতীয় ক্রিকেট লিগে খেলার সুযোগ পান। গত দুটি বিপিএলে তিনি খেলোয়াড় ড্রাফটে ছিলেন না।

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলেছিলেন আশরাফুল। লিগে আশরাফুল পাঁচটি সেঞ্চুরি করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত