স্পোর্টস ডেস্ক

৩১ অক্টোবর, ২০১৮ ১৩:২৩

জুভেন্টাসের ৬০ বছর আগের রেকর্ড ভাঙলেন রোনালদো

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের ৬০ বছর আগের এক রেকর্ড ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি ‘আ’তে জুভেন্টাসের হয়ে প্রথম ১০ ম্যাচে ৭ গোল করেছেন রোনালদো। ক্লাবের ইতিহাসে এমন ঘটনা ঘটেছিল ১৯৫৭-৫৮ মৌসুমে।

সেই মৌসুমে সিরি ‘আ’তে প্রথম ১০ ম্যাচে ৭ গোল করেছিলেন জন চার্লস। তারপর আর কেউ এই কৃতিত্ব দেখাতে পারেননি। অথচ এই সময়ে জুভির হয়ে ইতালিয়ান লিগ মাতিয়েছেন কার্লোস তেভেজ, ডেল পিয়েরো, ইব্রাহিমোভিচ ও ত্রেজেগেতেরা মতো ফুটবলাররা। জন চার্লস ওই মৌসুমে করেছিলেন ২৮ গোল।

রাশিয়ার বিশ্বকাপ চলাকালীন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। প্রথম দিকে ঠিক সুবিধা করতে পারছিলেন না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। এরপর গোলের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডও করলেন তিনি।

৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সিরি ‘আ’র প্রথম ১০ ম্যাচে করেছেন ৭ গোল।

এবা দেখার বিষয় এই মৌসুমে রোনালদো কোথায় গিয়ে থামেন!

আপনার মন্তব্য

আলোচিত