ক্রীড়া প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০১৮ ১৬:৫১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে। প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরে ইতোমধ্যে সিরিজে পিছিয়ে পড়েছে টাইগাররা। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই তাদের হাতে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। অর্থাৎ এ ম্যাচেও আগে ব্যাট করতে হচ্ছে টাইগারদের। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।

এদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদম পাত্তা না পেলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছে একই একাদশে। হেরে যাওয়া একাদশে আনা হয়নি কোনো পরিবর্তন।

একইসাথে একাদশে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজও। সিরিজ জয়ের অভিযানে খেলতে নামছে তারা একই একাদশ নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ,  মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: এভিন লুইস, শেই হোপ, ড্যারেন ব্র্যাভো, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, শেল্ডন কর্টরেল ও ওশান টমাস।

আপনার মন্তব্য

আলোচিত