ক্রীড়া প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৭

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯১

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়েছে উইন্ডিজ।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক সাকিব-আল-হাসান।

ইনিংসের শুরুতেই উইন্ডিজকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। ৫ম ওভারের শেষ বলে দলীয় ৭৬ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হন সিরিজে দুর্দান্ত খেলা হোপ।

৯০ রানে দ্বিতীয় উইকেট পড়ে উইন্ডিজের। পলকে ফেরান মোস্তাফিজ। অপর প্রান্তে সেঞ্চুরির দ্বারপ্রান্তে চলে যাওয়া এভিন লুইসকে ফিরিয়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৬ বলে ৮৯ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৮টি ছক্কার মার।

এরপর উইন্ডিজের রানের চাকা ধীরে ধীরে মন্থর হয়ে আসে। আর নিয়মিত বিরতিতে বাংলাদেশি বোলাররাও উইকেট তুলে নেন।

পুরো ২০ ওভার ব্যাট করতে পারেননি উইন্ডিজ ব্যাটসম্যানরা। ১৯.২ ওভারেই অলআউট হয়ে যান তারা।

বাংলাদেশি বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন মাহমুদউল্লাহ, মোস্তাফিজ ও সাকিব। অন্যটি রানআউট।

আপনার মন্তব্য

আলোচিত