সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০১৫ ২১:৩৭

এক ফিল্ডারের এক টেস্টে ৮ ক্যাচের বিশ্বরেকর্ড!

উইকেটকীপার ব্যতিরেকে এক টেস্টে সর্বাধিক ক্যাচ নেওয়ার রেকর্ড আগে ছিল সংখ্যায় সাত-এ। এবার একে আট-এ রূপান্তর করলেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

গল টেস্টের তৃতীয় দিন শুক্রবার (১৪ আগস্ট) টেস্ট ইতিহাসের প্রথম ফিল্ডার হিসেবে এক টেস্টে আটটি ক্যাচ নিয়ে এই রেকর্ড গড়েন রাহানে।

উইকেট কিপার ব্যতীত কোনো ফিল্ডারের এক ম্যাচে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার রেকর্ড ভেঙ্গে দিয়েছেন এ ভারতীয় ব্যাটসম্যান।

শুক্রবার স্পিনার অমিত মিশ্রের বলে স্লিপে দাঁড়িয়ে রঙ্গনা হেরাথের ক্যাচ নিয়ে অনন্য এ রেকর্ডের মালিক হন তিনি।

এর আগে গল টেস্টে স্বাগতিকদের প্রথম ইনিংসে দিমুথ করুণারত্নে, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল এবং দ্বিতীয় ইনিংসে ধাম্মিকা প্রসাদ, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, জিহান মুবারককে তালুবন্দী করেন রাহানে।

রাহানের আগে এক টেস্টে সাতটি করে ক্যাচ নিয়েছেন পাঁচ জন ফিল্ডার। তারা হলেন, অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ও ম্যাথু হেইডেন, ভারতের যজুরবিন্দ্র সিং, শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং।

তবে উইকেট কিপার হিসেবে এক টেস্টে ১১টি করে ক্যাচ নিয়ে যৌথ রেকর্ডের ভাগিদার দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের সাবেক কিপার জ্যাক রাসেল। রাসেল ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ভিলিয়ার্স ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েন। সূত্র: ক্রিকইনফো, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

আপনার মন্তব্য

আলোচিত