ক্রীড়া প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৫ ১৬:২৭

যেনো সব পথ গিয়ে মিলেছে স্টেডিয়ামে

খেলা শুরু হবে বিকেল ৫ টায়। অথচ দুপুর থেকেই পুরো সিলেট নগরে জ্যাম। সকলের গন্তব্য রিকাবীবাজারস্থ সিলেট স্টেডিয়াম। রিকশায় গাড়িতে করে, পায়ে হেঁটে, দলবেঁধে, পরিবার নিয়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে ছুটছে মানুষ। আজ যেনো সব পথ গিয়ে মিলেছে স্টেডিয়ামে।

আজ সাফ অনূর্ধ-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশপের ফাইনাল। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দুপুর ৩ টায় সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের সবগুলো প্রবেশপথেই দীর্ঘ লাইন। লাইন ধরে গ্যালারিতে প্রবেশ করছে মানুষ। জনতার চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তাকর্মীরা। হাতে পতাকা, কারো গালে আঁকা পতাকা আর মুখে বাংলাদেশ বাংলাদেশ চিৎকার করতে করতে স্টেডিয়ামে প্রবেশ করছে মানুষ। যেনো আজ এক উৎসবের দিন। খেলা শেষে বাংলাদেশের বিজয় উৎসবও পালন করতে চান এই দর্শকরা।

লামাবাজার মদন মোহন কলেজের গেট থেকে ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস পর্যন্ত একেবারে লোকেলোকারণ্য অবস্থা। মানুষের চাপে পুরো স্থবির হয়ে পড়েছে এখানকার সবগুলো সড়কে যান চলাচল।

ভীড় এতোটাই যে, সাড়ে ৩ টায় বাংলাদেশ দলের গাড়ি স্টেডিয়ামে প্রবেশ করাতেও প্রচুর বেগ পেতে হয় আইনশৃঙ্লা বাহিনীর সদস্যদের।

বাংলাদেশ দলকে বহনকারী বাস স্টেডিয়ামের কাছাকাছি আসতেই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। রাস্তায়, ফুটপাতে, মাঠে প্রবেশেই গেইটের লাইনে দাঁড়ানো হাজারো মানুষ হাত উঁচিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে বরণ করে নেন প্রিয় দলকে।

বাংলাদেশের কিশোর তারকা এই প্রত্যাশা, এই ভালোবাসার প্রতিদান দিয়ে আজ শিরোপা জিতবে বলে প্রত্যাশা দর্শকদের।

বিকেল ৪ টার মধ্যেই পুরো স্টেডিয়ামের গ্যালারি দর্শক টুইটুম্বুর হয়ে পড়তে দেখা যায়।

আয়োজকরা জানিয়েছেন, আজকের ম্যাচের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত