ক্রীড়া প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৫১

জাতীয় লীগে তারকাদের ব্যর্থতার দিনে জয়ের সুবাস পাচ্ছে বরিশাল

রাজশাহী-বরিশাল
জাতীয় ক্রিকেট লীগের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুভাস পাচ্ছে বরিশাল বিভাগ। বরিশালের করা ৩০২ রানের জবাবে প্রথম ইনিংসে তাওহিদুল ইসলামের মারাত্মক বোলিংয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় মুশফিকুর রহিমের স্বাগতিক রাজশাহী বিভাগ। ৯৩ রানের মধ্যে অধিনায়ক মুশফিকুর রহিম করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া দুই অংকের ঘরে রান করতে পেরেছেন জহুরুল ইসলাম ১২, ফরহাদ রেজা ১৫ এবং মুক্তার আলী ১৮। তাওহিদ মাত্র ৩১ রানে ৬ উইকেট পেয়েছেন এছাড়া গোলাম কিবরিয়া ৩টি এবং সোহাগ গাজি ১ উইকেট পেয়েছেন। ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বরিশালও, মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। সর্বোচ্চ ৪০ রান করেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মোসাদ্দেক। বরিশাল ১৬০ রানে গুটিয়ে যাওয়ায় ৩৮০ রানের বড় টার্গেট পেয়ে রাজশাহী দিনশেষে তুলেছে বিনা উইকেট ২৫ রান।

সিলেট-চট্টগ্রাম
এদিকে ফতুল্লায় বৃষ্টিবিঘ্নিত দিনে বড় সংগ্রহের পথে আছে সিলেট। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রুম্মান ও রাজিন দ্রুত ফিরে গেলেও রাহাতুল ফেরদৌস জাবেদ ৫৬ এবং আবুল হাসান রাজু ৩২ রান করলে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৫২।

রংপুর-ঢাকা মেট্রো
বগুড়ায় ঢাকা মেট্টোর ২৩৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২৬৬ রান করেছে রংপুর। দিন শেষে অভিজ্ঞ ধীমান ঘোষ ৮৫ এবং আরিফুল ৪৮ রানে অপরাজিত আছেন। ঢাকা মেট্রোর ইলিয়াস সানি নিয়েছেন ২ উইকেট।

খুলনা- ঢাকা
খুলনায় ঢাকা বিভাগের ১৮৭ রানের জবাবে দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছে স্বাগতিকরা। বোলিং এর মত হাসেনি সাকিবের ব্যাটও। দীর্ঘ ৩ বছর পর ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নেমে এই তারকা করেছেন মাত্র ১৩ রান।

আপনার মন্তব্য

আলোচিত