০৯ মার্চ, ২০২০ ১৫:৫৬
একমাত্র টেস্ট ম্যাচটিতে মুমিনুল হকের অধিনায়কত্বে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সফরে আধিপত্য বিস্তার করা সেই থেকে শুরু। টেস্টের পর মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সফরকারীরা হয়েছে হোয়াইটওয়াশ। মুমিনুল-মাশরাফির সাফল্যের পর এবার মাহমুদউল্লাহর পালা। এই অলরাউন্ডারের অধিনায়কত্বে কুড়ি ওভারের সংস্করণে বাংলাদেশ দল কেমন করে সেটাই এখন দেখার বিষয়।
মাহমুদউল্লাহও জানিয়েছেন, আগের দুই ফরম্যাটের মতো টি-টোয়েন্টি সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তার দল। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ সোমবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।
অন্য ফরম্যাটের মতো টি-টোয়েন্টি ফরম্যাটেও পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ১১ ম্যাচে ৭ বার জয় পেয়েছে স্বাগতিক দল। অন্যদিকে চারবার জয়ের স্বাদ পেয়েছে সফরকারী জিম্বাবুয়ে।
প্রতিপক্ষের তুলনায় সব দিকে এগিয়েও আছে টাইগাররা। কিন্তু এমন দলের বিপক্ষে খেলার মধ্যে কি কোনো চ্যালেঞ্জ থাকে? টি-টোয়েন্টির অধিনায়ক মাহমুদউল্লাহর উত্তর, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটি খেলাই চ্যালেঞ্জিং। যার সঙ্গেই খেলি না কেন। আমরা টেস্ট ও ওয়নাডে সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তারপরেও আমার মনে হয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে বেশ শক্তিশালী। তাদের ব্যাটিং অর্ডার বেশ ভালো। তাই ম্যাচটি যদি আমরা সহজভাবে নেই, আমাদের জন্য খারাপ হবে।’
কুড়ি ওভারের ক্রিকেটে নিয়মিত খাবি খেলেও এই মুহূর্তে বেশ গুছিয়ে উঠেছে বাংলাদেশ দল। গত বছর ভারত সফরে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেছে মাহমুদউল্লাহরা। এরপর পাকিস্তানে সেই ধারা বজায় না থাকলেও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী স্বাগতিক অধিনায়ক, ‘ভালো একটা রান আশা করতে পারি। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ছন্দে আছে। এটা আমাকে ও আমার দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। উইকেট ভালো হলে ১৮০ রান করার লক্ষ্য আমাদের।’
এদিকে আফ্রিকান প্রতিনিধি জিম্বাবুয়ে এবারের সফরে যেন লড়াই করতেই ভুলে গেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্রতিটি বিভাগেই অসহায় আত্মসমর্পণ করেছে। তবে, ছোট সংস্করণে ঘুরে দাঁড়াতে মরিয়া অতিথিরা।
মাঠের শক্তিতে পিছিয়ে থাকলেও নিজেদের উজাড় করে প্রথম ম্যাচে সাফল্য পেতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস, ‘ম্যাচ জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। দুটি বলই টি-টোয়েন্টি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তামিমকে আউট করতে পারলে যে কোন কিছু হবে।’
আপনার মন্তব্য