স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০২০ ২১:০৮

দিবালা করোনাভাইরাসে আক্রান্ত নন

ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন বলে নিজেই টুইট করে জানিয়েছেন।

জুভেন্টাস ডিফেন্ডার দানিয়েলে রুগানির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পর প্রশ্ন উঠেছিল পাওলো দিবালাকে ঘিরে।

কিছু প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম জানিয়েছে দিবালা করোনায় আক্রান্ত। ফক্স স্পোর্টস যেমন জানিয়েছিল ২৬ বছর বয়সী জুভেন্টাস ফরোয়ার্ড করোনা ‘টেস্টে পজিটিভ’। গত রোববার ইন্টার মিলান-জুভেন্টাস দর্শকহীন ম্যাচে ছিলেন দিবালা। সতীর্থদের সঙ্গে ভাগ করেছেন ড্রেসিং রুম। সে ম্যাচে জুভেন্টাস স্কোয়াডে ছিলেন রুগানিও। সাবধানতা হিসেবে ১২১জন স্টাফকে ‘স্বেচ্ছা-নির্বাসনে’ পাঠিয়েছে জুভেন্টাস। প্রায় একই খবর জানিয়েছিল ব্রিটিশ ট্যাবলয়েড মেইল অনলাইন, সান।

ভেনেজুয়েলান সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ দাবি করেছিল দিবালা করোনা টেস্টে পজিটিভ। এ খবর জানিয়েছিল ফক্স স্পোর্টস। এদিকে ইএসপিএনের প্রতিবেদক আন্দ্রেস আগুলা ভিন্ন দাবি করেন। আজ তিনি টুইট করেন, ‘দিবালার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে গুঞ্জন উঠেছে। আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, এটা ভুল তথ্য। সে ভালো আছে।’

এমন আলোচনার সময়ে দিবালা টুইট করে তার আক্রান্ত না হওয়ার খবরটি নিশ্চিত করলেন।

আর্জেন্টাইন এ তারকা আজ টুইট করেন, ‘সবাই কেমন আছেন। আমি নিশ্চিত করতে চাই যে ভালো আছি। স্বেচ্ছা-নির্বাসনে আছি। খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন।’

আপনার মন্তব্য

আলোচিত