ক্রীড়া প্রতিবেদক

১৭ মার্চ, ২০২০ ২১:২৮

সিলেটে ৩১ মার্চ পর্যন্ত সকল খেলাধুলা ও অনুশীলন স্থগিত

খেলা মানেই জমায়েত, আর জমায়েত মানেই নভেল করোনাভাইরাসের ঝুঁকি বৃদ্ধি। প্রতিদিন আগের দিনের চেয়ে গুরুতর রূপ ধারণ করা করোনা থেকে বাঁচতে তাই খেলা থামিয়ে রাখা জরুরি। আর এমন ভাবনা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশে সবধরনের খেলা স্থগিত করেছে সরকার।

সরকারি সিদ্ধান্তের পর সিলেটে চলমান ‘বঙ্গবন্ধু ১ম বিভাগ ক্রিকেট লিগ ২০১৯-২০২০’ এবং ‘বঙ্গবন্ধু ১ম বিভাগ হকি লিগ ২০১৯-২০২০’ এর খেলা সমূহ আজ মঙ্গলবার ১৭ মার্চ আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিলেট জেলা ক্রীড়া সংস্থা।

পাশাপাশি সিলেট জেলা স্টেডিয়াম ও মোহাম্মদ আলী জিমনেশিয়াম এবং আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠ ও জিমনেশিয়াম-এ সকল ধরনের অনুশীলন ও খেলাধুলা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত