দিরাই প্রতিনিধি

১৯ মে, ২০২০ ২৩:৫৯

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাউল রণেশ ঠাকুরের পাশে দিরাইয়ের ইউএনও

অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য বাউল রনেশ ঠাকুরের পাশে দাঁড়িয়েছেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।
 
মঙ্গলবার সকাল ১১ টার দিকে সরজমিনে বাউল রণেশ ঠাকুরের পুড়ে যাওয়া গানের ঘর পরিদর্শন করেন তিনি। এসময় বাউলের হাতে ২০ হাজার টাকাসহ একটি খাম তুলে দেন ইউএনও। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য লাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মো. সফি উল্লাহ বলেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শিষ্য সুপরিচিত বাউল রণেশ ঠাকুরের গানের বাধ্য যন্ত্র সহ ঘর পুড়ে যাওয়ায় আমরা সত্যিই মর্মাহত। উপজেলা প্রশাসন থেকে ঘর পুনঃনির্মাণ করে দেওয়া হবে এবং বাদ্যযন্ত্র প্রদান করা হবে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত গত রোববার (১৭ মে) দিবাগত রাত দেড় টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামে বাউল রণেশ ঠাকুরের বসত ঘরের সামনে অবস্থিত গানের ঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আপনার মন্তব্য

আলোচিত