শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

২১ মে, ২০২০ ২১:০০

শায়েস্তাগঞ্জে ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা

উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ যৌথভাবে শায়েস্তাগঞ্জ উপজেলা সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এরপরেও কিছু কিছু ব্যবসায়ী দোকানের সাটার বন্ধ রেখে ভিতরে কেনাবেচা করেন। শায়েস্তাগঞ্জের দোকানপাট ও শপিংমলে উপজেলা প্রশাসনের অভিযানে ক্রেতা ও বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালান।

এ সময় উপজেলার দাউদনগর বাজারে প্রীতি ফ্যাশনকে ১০ হাজার, আনন্দ ফ্যাশনকে ৩ হাজার, মার্কেটে কেনা কাটা করতে আসা ৭ জন নারী পুরুষকে ২ হাজার ৪শ টাকা, অলিপুরে কাপড় ও জুতার ৫টি দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে বুধবার উপজেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ১২ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে বলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার নিশ্চিত করেন।

আপনার মন্তব্য

আলোচিত