নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২০ ০০:৩৫

করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিন হাসপাতালে দুই জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। এদের মধ্যে একজন দুপুরে ও অপরজহন রাতে মারা যান। এরআগে রোববার সকালে এই হাসপাতালেই করোনা আক্রান্ত বিয়ানীবাজারের এক ব্যক্তির মৃত্যু হয়।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া দুজনই পরুষ। করোনার উপসর্গ নিয়ে তারা মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন



মারা যাওয়া দুজনের মধ্যে একজনের বাড়ি নগরীর দরগাহ মহল্লা এলাকায়। অপরজনের পরিচয় তিনি জানাতে পারেন নি।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৮ জন। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৪১ জন।

আপনার মন্তব্য

আলোচিত