গোলাপগঞ্জ প্রতিনিধি

০১ জুন, ২০২০ ১৬:১১

করোনাজয়ের একদিন পরই কর্মস্থলে যোগ দিলেন চিকিৎসক

সিলেটের গোলাপগঞ্জের করোনা জয়ের একদিন পরেই কর্মস্থলে যোগদান করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ডা. শারমীন ফেরদৌস কুহিন।

রোববার (৩১ মে) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা ফুল ও মিষ্টিমুখ করে তাকে বরণ করে নেন।

এ সময় ডা. শারমিন ফেরদৌস কুহিন আবেগাপ্লুত কন্ঠে বলেন, আমি যখন আক্রান্তের খবর প্রথম শুনতে পারি তখন আমি একাই ছিলাম কিন্তু পরে আমার স্বাস্থ্য কমপ্লেক্সের সবার সাপোর্টে আমি সুস্থ হয়ে আবারো কাজে যোগ দিতে পেরেছি।

বিজ্ঞাপন

উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য অফিসার ডা. মনিসর চৌধুরী বলেন, ডা. শারমিন ফেরদৌস চাইলে বাড়িতে কয়দিন বিশ্রাম নিতে পারতো। কিন্তু গোলাপগঞ্জের মানুষের কথা চিন্তা করে করোনাযুদ্ধে আবারো যোগদান করেছে।

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ডা. শারমিন ফেরদৌস গত ৩০ মে করোনাভাইরাস থেকে মুক্তি পান৷ এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন স্টাফ (ইউএইচসি) করোনাভাইরাসে আক্রান্ত রয়েছেন।

জানা যায়, গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ জন ও মোট সুস্থ হয়েছেন ৬ জন।

 

আপনার মন্তব্য

আলোচিত