শ্রীমঙ্গল প্রতিনিধি

০৬ জুন, ২০২০ ১৩:৫১

শ্রীমঙ্গলে বাল্যবিবাহ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও প্রশাসনের তৎপরতায় বন্ধ হয়েছে বাল্যবিবাহ।

শুক্রবার (৫ জুন) শহরতলীর সিন্দুরখান সড়কের রিকশাচালক হেলাল মিয়া ও শাহানা বেগমের মেয়ে সুবর্ণা আক্তার জানু (১৬) এর বিয়ে ঠিক হয়েছিল পার্শ্ববর্তী এলাকা মুসলিমবাগের বস্তা বিক্রেতা সুলতান গাজী ও শামসুননাহার বেগমের ছেলে রানা গাজী (২১) এর সাথে।

বিজ্ঞাপন

আশিদ্রোন ইউনিয়ন পরিষদের একজন কাজী এনে গোপনে বিয়ের কাজ সম্পন্ন করার চেষ্টা চলছিল। কিন্তু শেষ রক্ষা হলো না।

সুবর্ণা নাবালিকা হওয়ায় এলাকার লোকজন শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিক মামুন আহমেদকে বিষয়টি জানালে মামুন আহমেদ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে অবহিত করেন। এরপর ইউএনও মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক সুদীপ দাশ রিংকুকে ঘটনাস্থলে পাঠিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েসহ অভিভাবকদের উপজেলা পরিষদে নিয়ে আসেন।

সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ছেলে-মেয়েসহ তাদের অভিভাবকদের অপ্রাপ্ত বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হয় তা বুঝিয়ে মুচলেখা নিয়ে আওয়ামী লীগ নেতা সাকির হোসেন টিপুর জিম্মায় ছেড়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। এটি সমাজের জন্যও ক্ষতিকর। আমরা বাল্যবিবাহ বন্ধের জন্য নানা ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান করছি। পাশাপাশি বাল্যবিবাহের সংবাদ পাওয়া মাত্র সেটি বন্ধ করার উদ্যোগও গ্রহণ করছি।

আপনার মন্তব্য

আলোচিত