নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২০ ১৬:২৬

শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পৃথক পৃথক সময়ে তারা মারা যান বলে নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. জন্মেজয় দত্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হচ্ছেন নিলেট শহরতলীর শাহপরান ও খাদিমনগর এলাকার বাসিন্দা।

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮৭০ জনের। সিলেট ছাড়া বিভাগের অন্য তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ৩৯৬, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন রোগী রয়েছেন।

সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০, হবিগঞ্জে ২, সুনামগঞ্জ ৩ এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত