
১৩ জুন, ২০২০ ১৩:৩২
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে পরিত্যক্ত অবস্থায় ১ টি শুটারগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (১৩ জুন) বিকেল পৌনে চারটায় উপজেলার রসুলগঞ্জ এলাকা হতে শুটারগানটি উদ্ধার করা হয়।
এদিন সন্ধ্যায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলে হয়, র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষসহ একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন রসুলগঞ্জ এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটারগান ও ১ টি কার্তুজ উদ্ধার ও জব্দ করে।
উদ্ধারকৃত আলামত জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মন্তব্য