চুনারুঘাট প্রতিনিধি

১৪ জুন, ২০২০ ১৯:০০

চুনারুঘাট সীমান্তে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় চা পাতা জব্দ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকার ভারতীয় চা পাতা জব্দ করেছে বিজিবি।

রোববার (১৪ জুন) সকালে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযানে চুনারুঘাটের রেমা বিওপির সীমান্ত পিলার ১৯৫৬ নং এলাকার সুনাচং নামক স্থান থেকে পলিথিনে মোড়ানো ভাসমান অবস্থায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভাসমান অবস্থায় ৫ হাজার ৪০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য হবে ২০ লক্ষাধিক টাকা হবে। জব্দকৃত চা পাতার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত