১৫ জুন, ২০২০ ১৮:১১
সিলেট -২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিন সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। আজ সোমবার দুপুরে তিনি সেখানে ভর্তি হন।
মোকাব্বির খানের একান্ত সহকারী সচিব কয়েস মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকদিন ধরে স্যারের শরীর খারাপ ছিল। হালকা জ্বর ছিল। গতকাল (রোববার) রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না নিশ্চিত হতে নমুনা নেয়া হয়েছে।
জানা গেছে, এমপি মোকাব্বির খান ন্যাম ভবনেই ছিলেন। সেখান থেকেই তাকে হাসপাতালে নেয়া হয়।
আপনার মন্তব্য