ছাতক প্রতিনিধি

১৭ জুন, ২০২০ ০০:৩৪

ছাতকে নতুন শনাক্ত ১৭ জন, মোট করোনা আক্রান্ত ১৯৩

ছাতকে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৭ জনের। মঙ্গলবার (১৬জুন) রাতে শাবিপ্রবির পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ছাতক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী।

আক্রান্তদের মধ্যে পৌর এলাকার ৮ জন ও বিভিন্ন ইউনিয়নের ৯ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে পৌর শহরের বাগবাড়ী এলাকার ৩ জন, মন্ডলীভোগ এলাকার ২ জন, দক্ষিন বাগবাড়ী এলাকার ১ জন, তাতিকোনা এলাকার ১ জন ও নোয়ারাই এলাকার ১ জন রয়েছেন। পৌর এলাকা ছাড়া উত্তর খুরমা ইউনিয়নের তকিরাই গ্রামের ১ জন, দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের ১ জন, মঈনপুর গ্রামের ১ জন, কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের ১ জন ও জাউয়া বাজার ইউনিয়নের তারচৌকা গ্রামের ৩ জন, দেবেরগাও গ্রামের ২ জন রয়েছেন। এ নিয়ে ছাতকে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৯৩ জনে।

এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩জন। সুস্থ হয়েছেন ১৭জন।

উপজেলা স্বাস্থ্যবিভাগ জানিয়েছে এখানে করোনার বিস্তৃতি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুনভাবে আক্রান্ত হচ্ছেন লোকজন। কাজেই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত