১৭ জুন, ২০২০ ১৫:০৪
সিলেটের রেড জোনে লকডাউন কার্যকর এখনই হচ্ছে না। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।
বুধবার (১৭ জুন) সিলেটের সিভিল সার্জন ড. প্রেমানন্দ মণ্ডল এ কথা জানান।
এর আগে মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় আগামীকাল ১৮ জুন (বৃহস্পতিবার) থেকে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আজ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাল্টিসেক্টরাল কমিটি।
বিজ্ঞাপন
এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানিয়েছেন সিলেট জেলার সিভিল সার্জন।
ড. প্রেমানন্দ মণ্ডল বলেন, আপাতত সিলেট জেলার রেড জোনগুলোতে নতুন করে লকডাউন করা হচ্ছে না। এ বিষয়ে সিলেট জেলার মাল্টিসেক্টরাল কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাগরিক সুবিধা, ব্যাংকিং খাতসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বৃহস্পতিবার থেকে লকডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় আগামীকাল (১৮ জুন) বৃহস্পতিবার থেকে সিলেট নগর ও জেলার রেড জোনগুলোতে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়। সভায় আলোচনাকৃত সিদ্ধান্তগুলো আজ প্রস্তুত করে সিভিল সার্জন অফিসে পাঠানো এবং সিভিল সার্জন কার্যালয় থেকে সেগুলো অনুমোদন করে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে তা কার্যকর করার কথা ছিলো।
কিন্তু রাতে সিলেট সিটি করপোরেশনে অনুষ্ঠিত এক বৈঠকে নগরে আগামী বৃহস্পতিবারের বদলে শনিবার থেকে লকডাউনের প্রস্তাব দেয়া হয়। এ বিষয়ে আজ ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রস্তাবনার চিঠি পাঠানোর কথা ছিল।
এসব আলোচনা-পাল্টা আলোচনার মধ্য দিয়ে আজ সিলেটে নতুন করে লকডাউন নীতিমালা কার্যকর করা থেকে সরে আসা হয়েছে।
আপনার মন্তব্য