১৯ জুন, ২০২০ ২০:০৩
মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উদ্যোগে খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি, ভাড্ডা ও দশঘড়ি গ্রামে সূচনার ৫৮ জন নারী ও কিশোরী উপকারভোগী পরিবারকে জাল দেওয়া হয়েছে। জাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজানগর ইউনিয়নের সূচনার নারী সদস্য মিলন বেগম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নসিব আলী। সূচনার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। সূচনার ইউনিয়ন সমন্বয়কারী তালেব উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুস শহিদ, সূচনার স্থানীয় প্রতিনিধি ফয়জুল ইসলাম, সূচনার কর্মকর্তা মীর সঞ্চয়, আমিনুল ইসলাম ও মৌসুমী রানী দাস প্রমুখ।
আপনার মন্তব্য