চুনারুঘাট প্রতিনিধি

২০ জুন, ২০২০ ১৩:০১

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মানায় হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৩টি মামলায় ৬০ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ও হবিগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খান।

বিজ্ঞাপন

এ সময় চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হকসহ থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেছেন।

চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, চুনারুঘাট করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চুনারুঘাট উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন নিশ্চিতকল্পে এবং স্বাস্থ্য বিধি না মানায় এ অভিযান পরিচালনা করে ৩৩টি মামলায় ৬০ হাজার ৪শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিৎ রায় দাশ জানান, রেড জোনে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মেনে চলাফেরা করলে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মন্তব্য

আলোচিত