২০ জুন, ২০২০ ১৯:১০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক বৃদ্ধসহ আরও ২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। যাদের মধ্যে বৃদ্ধ (৬০) মাধবপুর ইউনিয়নের মণিপুরি অধ্যুষিত এলাকার ও করোনা আক্রান্ত তরুণ (১৯) রহিমপুর ইউনিয়নের একজন ব্যবসায়ী।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম, মাহবুবুল আলম ভূঁইয়া কমলগঞ্জে নতুন করে দুইজন করোনা শনাক্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন বৃদ্ধ, অন্যজন তরুণ ব্যবসায়ী।
তিনি আরও বলেন, তাদের বাড়ি লকডাউন করে তাদের আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় ৩৩ জন করোনা শনাক্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ১৬ জন সুস্থ হয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ জন।
আপনার মন্তব্য