নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২০ ২১:৩৬

রোববারে সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে রোববার সিলেটে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয় এমন তথ্য জানায়।

সিলেট কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সকাল সাড়ে সিলেট বিভাগের কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, রোববার হালকা থেকে মাঝারি বৃষ্টিরসাথে বজ্রসহ বৃষ্টিপাত সিলেট অঞ্চলের বেশিরভাগ জায়গায় ঘটতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৩ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া অঞ্চল ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সিলেট শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা = ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত