২১ জুন, ২০২০ ০০:৪৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
সাংসদের ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া জাানন, শনিবার দুপুরে মোকাব্বির খানকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারিরিক অবস্থা স্বাভাবিক হতে চলছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মোকাব্বির খান সোমবার (১৫ জুন) শ্বাসকষ্টজনিত কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আপনার মন্তব্য