নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২০ ১৭:১১

সূর্যগ্রহণের পর সিলেটে ভূমিকম্প

সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার (২১ জুন) বিকেল ৪ টা ৪৬ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রিখটার স্কেলে রোববারের ভূমিকম্পের মাত্রা ছিলো ৫.২।

ভারত-মায়নামার সীমান্তে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানা গেছে।

রোববার ছিলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। সারাদেশের মতো সিলেট থেকেও দেখা যায় এই সূর্যগ্রহণ। দুপুরে সূর্যগ্রহণ শেষ হওয়ার পরই ভূমিকম্প অনুভূত হয়।

বিজ্ঞাপন



এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। ফলে মৃদু ভূমিকম্পেও এই এলাকায় আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত