চুনারুঘাট প্রতিনিধি

২১ জুন, ২০২০ ২৩:২৮

চুনারুঘাটে দিনমজুরের আত্মহত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে মজিবুর রহমান (৫৫) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার জালিয়া বস্তি পাহাড়ি টিলায় এ ঘটনা ঘটে। মজিবুর উপজেলার জলিলপুর গ্রামের মৃত কাজিম আলী মেম্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলেকে সৌদি আরবে পাঠানো নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে একপর্যায়ে মুজিবুর রহমান রবিবার ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ১১টায় এলাকার লোকজন পাহাড়ি টিলার উপর কাঁঠাল গাছের সাথে মজিবুরের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান রমিজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত