শ্রীমঙ্গল প্রতিনিধি

২২ জুন, ২০২০ ০১:২৫

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলীকে অব্যাহতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি৷

রোববার (২১ জুন) রাতে শ্রীমঙ্গলের কলেজ সড়কে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়৷

শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংগঠনটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুন আহমেদ জানান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীকে প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(১)৬(৫)৪(২খ) ধারা ৭(ঝ) লঙ্ঘন করার সাধারণ সম্পাদকের পদ থেকে কার্যনির্বাহী কমিটির উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সাময়িক অব্যাহতি দেওয়া হয়। শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে রোববার সকালে শ্রীমঙ্গল আওয়ামী পরিবারের ব্যানারে শ্রীমঙ্গলের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিলে প্রেসক্লাবের সভাপতি বরাবরে ইদ্রিছ আলীর বিরুদ্ধে সরকারবিরোধী অপপ্রচার, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলাকারীকে নিয়ে প্রচার প্রচারণা করা, চাঁদাবাজীসহ নানান অভিযোগ এনে অভিযোগপত্র জমা দেয় এবং প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে৷

এরই পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের পক্ষ থেকে জরুরি বৈঠক ডেকে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়৷

প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সূত্র সিলেটটুডেকে জানায়, ইদ্রিস আলীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পরবর্তী ত্রিশ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট দিবে। পাশাপাশি ইদ্রিছ আলীকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে৷

আপনার মন্তব্য

আলোচিত