জুড়ী প্রতিনিধি

২৪ জুন, ২০২০ ১৮:৫৮

জুড়ীতে সাংবাদিকদের নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সাধারণ ডায়েরি

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগ এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাতে জুড়ী থানায় এ সাধারণ ডায়েরি করেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. বেলাল হোসাইন। অভিযুক্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের আত্তর আলীর ছেলে মো আমিন।

জানা যায়, গত মঙ্গলবার সকালে পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নিয়ে প্রশংসামূলক পোস্ট করেন। সেই পোস্টের মন্তব্যের কলামে মোহাম্মদ আমিন নামে এক যুবক জুড়ীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করে। এতে সাংবাদিকদের সম্মানহানি ঘটে।

বিজ্ঞাপন

উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দরখাস্তকারী মো. বেলাল হোসাইন বলেন, আমরা করোনাকালীন এই সময়ে নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছি অথচ কিছু কুচক্রী মহল আমাদের নিয়ে বিভিন্ন গালিগালাজ করে। আমরা এর প্রতিকার চেয়ে থানায় ডায়েরী করেছি।

এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত