গোয়াইনঘাট প্রতিনিধি

২৪ জুন, ২০২০ ২০:০৭

জাফলংয়ে ভূমি নিয়ে বিরোধ সংঘর্ষে উভয় পক্ষে আহত ১৭

সিলেটের গোয়াইনঘাটে ভূমির বিরোধ নিয়ে ২ পরিবারের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, জাফলং লাখেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমির হোসেন গংদের সাথে তার চাচাতো ভাই চৈলাখেল ৮ম খন্ড গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে সেলিম আহমদ গংদের ভূমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এই ভূমির বিরোধের ঘটনায় দীর্ঘদিন থেকে স্থানীয় সামাজিক বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গত ২২ জুন সোমবার বিরোধীয় জমি দখল সহ ঘর ও চারা রোপনের চেষ্টা করলে সেলিম আহমদ গংরা বাঁধা দেয়। এ ঘটনায় ২টি পরিবারে উত্তেজনা চলে আসছিল।

এরই সূত্র ধরে বুধবার সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে ২টি পরিবারের সদস্যসহ নিকট আত্মীয়রা উপস্থিত হইয়া তর্ক-বিতর্ক এমনকি এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় এবং ধারালো বিভিন্ন অস্ত্রের ব্যবহার হয়। ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন মৃত তবদুল আলীর ছেলে আলী হোসেন (৩০), ইউসুফ আলীর ছেলে আক্কাস আলী (২৫), ওদু মিয়ার ছেলে ইসমাইল আলী (৪০), মস্তফা মিয়ার ছেলে আব্দুল আজিদ (৩০),সেলিম আহমদ, শাকিল আহমদ, আব্দুর রব, এমরান আহমদ, আব্দুল হান্নান।

বিজ্ঞাপন



অপর পক্ষের আহতরা হলেন, মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল,আব্দুর রহিমের স্ত্রী সুফিয়া আক্তার, আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান, মৃত আব্দুল গফুরের ছেলে আমির হোসেন, রওশনা বেগম, জয়নাল আবেদীন, রুমানা আক্তার, মিনারা বেগম প্রমুখরা আহত হন। তাদের মধ্যে আলী হোসেন এবং আমির হোসেন নামীয় ২জন মারাত্মক আহত হয়েছেন। বাকীদের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় সেলিম আহমদ এবং বাদশাহ্ মিয়া বাদী হয়ে পৃথক অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়াইনঘাট থানা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল আহাদ।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, ভূমির বিরোধ নিয়ে ২টি পরিবারে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত