নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০২০ ২১:১০

শাবিতে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের আরও ২৮ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় আরও ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই সুনামগঞ্জ জেলার।

বুধবার (২৪ জুন) শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়।

রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

বিজ্ঞাপন

এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৮৭ টি নমুনা গ্রহণ করা হলেও পূর্বে সংরক্ষিত ১ টি নমুনাসহ মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয় বলেও জানান তিনি।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ৩জন, ছাতক উপজেলায় ৮জন, দোয়ারাবাজার উপজেলায় ২জন, জগন্নাথপুর উপজেলায় ৫জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪জন, দিরাই উপজেলায় ৪জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১জন এবং তাহিরপুর উপজেলার ১জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৭ জন  এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, করোনায় বুধবার সুনামগঞ্জের ২৮ জন আক্রান্ত হয়েছেন। এখানে নতুন পুরাতন থাকতে পারে। তবে আক্রান্ত সবাইকে আমরা আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করবো।

আপনার মন্তব্য

আলোচিত