নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২০ ১২:৪৬

সিলেটে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৩২, সুস্থ ১২৪

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় মোট ১৩২ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে এই ২৪ ঘণ্টায় বিভাগে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় সিলেট বিভাগে আরও ১২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া আছেন আইসোলেশনে আছেন আরও ৭০ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সোয়া ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ১৩২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজারে ৯ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ৭২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ৩১ জন। হবিগঞ্জে সুস্থ হয়েছেন ৬ জন। মৌলভীবাজারে করোনা থেকে মুক্ত হয়েছেন ১৫ জন।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৭৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ১২ জন। এছাড়া সুনামগঞ্জে ৮৯৫ জন, হবিগঞ্জে ৪৯২ জন ও মৌলভীবাজারে ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮১ জন সিলেটে, ৯৬ জন সুনামগঞ্জে, ৬০ জন হবিগঞ্জে ও ৬ জন মৌলভীবাজারে।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯৩৮ জন করোনা আক্রান্ত রোগী যাদের ৩০২ জন সিলেটে, ৩০২ জন সুনামগঞ্জে, ১৮৮ জন হবিগঞ্জে ও ১৪৬ জন মৌলভীবাজারের বাসিন্দা।

এছাড়া সিলেটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬০ জন। যাদের ৪৬ জন সিলেটে, ৫ জন সুনামগঞ্জে, ৫ জন হবিগঞ্জে ও ৪ জন মৌলভীবাজারের।

আপনার মন্তব্য

আলোচিত