জৈন্তাপুর প্রতিনিধি

২৫ জুন, ২০২০ ২০:৩১

জৈন্তাপুরে ট্রাকসহ ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ২

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ও বিড়ি বহনকারী পিকআপসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৭টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের রিপন মিয়ার মোটরসাইকেলের গ্যারেজের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে পিকআপ বোঝাই ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি ও বিড়ি বহনকারী ডিআই পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৫-১৫০৫) সহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত চোরাকারবারীরা হলেন- উপজেলার ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের কামাল হোসেন ওরফে পাখি মিয়ার ছেলে জাকারিয়া (২১) এবং লামা শ্যামপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসান (২৫)।

এ ঘটনায় পিকআপ গাড়িসহ ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়িগুলো জব্দ করা হয় এবং আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা রেকর্ড করা হয় (যাহার নং-১২, তারিখ: ২৪ জুন ২০২০)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বণিক প্রতিবেদকে জানান, ভারতীয় শেখ নাছির উদ্দিন বিড়ি, বহনকারী ট্রাকসহ ২ জন চোরাকারবারীকে আটক করা হয়। বিধি মোতাবেক বিড়ি ও ট্রাক জব্দ করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক ২৫ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আপনার মন্তব্য

আলোচিত