চুনারুঘাট প্রতিনিধি

০৯ জুলাই, ২০২০ ০০:৫৩

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড প্রদান করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। এসময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, বুধবার (৮জুলাই) বিকেলে চুনারুঘাট সদর ইউনিয়নের ঘরগাঁও এলাকায় অবৈধ বালু উত্তোলন দায়ে এঅভিযান পরিচালনা করে ১টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানিয়েছে, সরকার অনুমোদিত বালুমহাল ছাড়া অবৈধ ভাবে বালু উত্তোলন ও বালু বহনকৃত পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য

আলোচিত