সিলেটটুডে ডেস্ক

১৪ জুলাই, ২০২০ ১০:৪৮

কমছে সুরমা নদীর পানি

সিলেটে সুরমা, কুশিয়ারা , লোভা, পিয়াইন ,সারিসহ বিভিন্ন নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। 
 
মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী যা সোমবারের তুলনায় কম।
 
তবে, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর  উপজেলার নিম্নাঞ্চলের হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী রয়েছেন।
 
তলিয়ে গেছে এসব এলাকায়  বিভিন্ন আন্তঃ উপজেলার সড়কের বেশকিছু অংশ। বিঘ্নিত হচ্ছে জরুরি যোগাযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলী জমি।
 
এদিকে নগরীর সোবহানিঘাট,  উপশহর, মাছিমপুর, কাজিরবাজারের শতাধিক বাড়ীঘর ও দোকানপাটের পানি নামতে শুরু করেছে।  
 
জেলার  ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানীয় সহ অর্থ সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
 
মেঘালয় পুঞ্জে ভারী বৃষ্টিপাত না হলে এ অঞ্চলের নদীগুলোর পানি আরও কমবে বলে জানিয়েছেন  পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

 

আপনার মন্তব্য

আলোচিত