ছাতক প্রতিনিধি

১৪ জুলাই, ২০২০ ১৭:২৮

ছাতকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

সুনামগঞ্জের ছাতকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুরমা নদী থেকে আলী হোসেন (৩২) ও ডালিম মিয়া (৩০) নামে এই দুইজনকে  গ্রেপ্তার করা হয়।

আলী হোসেন উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামের আকবর আলীর পুত্র ও ডালিম মিয়া ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের আব্দুল মোতালেবের পুত্র।

বিজ্ঞাপন

অভিযোগে জানা যায়, ছাতকে সুরমা নদীর বারকাহন এলাকায় একটি সমিতির নামে অবৈধভাবে বার্জ, কার্গো ও বাল্কহেড নৌকা থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলো তারা। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় দুইজনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার এই দুইজনকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ছাতক থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা (নং-১৭, তারিখঃ১৩/০৭/২০২০ইং) দায়ের করেছেন। এসআই হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ছাতকে নৌপথে চাঁদাবাজি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত