বড়লেখা প্রতিনিধি

৩১ জুলাই, ২০২০ ২২:১৭

বড়লেখায় বন্যা কবলিত তিনশত পরিবারে খাবার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর, তালিমপুর ও বর্ণি ইউনিয়নে হাকালুকি হাওর তীরবর্তী গ্রামের বন্যা কবলিত তিনশত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তালিমপুর ইউনিয়নের নুনুয়া ও মুর্শিদাবাদকুরা গ্রাম থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে খাবারগুলো বরাদ্দ হয়েছে।

এ সময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

শুকনো খাবারের মধ্যে ছিল- মিনিকেট চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, নুডলস্ ৫০০ গ্রাম ও ভোজ্যতেল ১ লিটার।

আপনার মন্তব্য

আলোচিত