গোয়াইনঘাট প্রতিনিধি

১০ আগস্ট, ২০২০ ২১:৩৮

গোয়ানঘাট বিট পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা

সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেছেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক শুধু একজন মানুষ নয়, মাদকের ভয়াল ছোবল পুরো যুব সমাজকে ধ্বংস করে দেয়। আপনার আশপাশের মাদক বিক্রেতা ও মাদকসেবিদের ব্যাপারে সজাগ হোন, থানা পুলিশকে তথ্যদিন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার বিকেল ৫টায় বিট পুলিশিং উদ্যোগে গোয়াইনঘাটের ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন সম্মুখে  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তা এসআই মতিউর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সার্কেল'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন পুর্ব আলীরগাঁও ইউনিয়ন প্রসাশক সফিকুর রহমান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব'র সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন,সাবেক সভাপতি মনজুর সাবেক যুগ্ম সাধারণ  সম্পাদক আলী হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ওলি উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি ফখরুল ইসলাম, যুবলীগ'র আহবায়ক সুহেল আহমদ, যুবলীগ নেত গোলাম করীম সামিম, ইউপি সদস্যা শামসিদা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত