নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২০ ০১:০৬

বিমানের টিকেটের দাবিতে সিলেটে প্রবাসীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

উড়োজাহাজের টিকেট না পেয়ে বাংলাদেশ বিমানের সিলেট অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। বুধবার সকালে টিকেটের দাবিতে বিক্ষোভের সময় তারা নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধও করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিমান কর্তৃপক্ষের দাবি, ফ্লাইটের সংখ্যার বিপরীতে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় টিকেট দেওয়া যাচ্ছে না। আগামী ৩০ আগস্ট পর্যন্ত টিকেট নেই।

বুধবার সকালে সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দুবাই প্রবাসীরা টিকেটের জন্য বিমান অফিসে ভিড় করেন। এ সময় কর্তৃপক্ষ আগামী ৩০ আগস্ট পর্যন্ত বিমানের কোনো সিট খালি নেই জানালে প্রবাসীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বলেন, করোনাভাইরাসের আগে রিটার্ন টিকেটসহ দেশে আসলেও এখন তারা দুবাই ফিরতে পারছেন না। বিমান অফিস বলছে, আগামী ৩০ আগস্ট পর্যন্ত কোনো সিট খালি নেই। অথচ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকায় টিকেট মিলছে।

বিজ্ঞাপন



বাংলাদেশ বিমানের সিলেট জেলার ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, বাংলাদেশে বিমানের টিকিট সংকটের কারণে সিলেটে আটকা পড়া দুবাই প্রবাসীরা অফিসের সামনে জমায়েত হয়েছিলেন। তিনি বলেন, আগামী ৩০ তারিখ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের কোন ফ্লাইটেরই আসন খালি নেই। তবে সবার কাগজপত্রের ফটোকপি রেখে দিচ্ছি। যখনই টিকিট অ্যাভেলেবল হবে, তাদের মেসেজ দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত