সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০২০ ২০:১৫

সিসিকে অন্তর্ভূক্ত না হওয়ার দাবিতে খাদিমপাড়ায় মানববন্ধন

৪নং খাদিমপাড়া ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত না করার দাবীতে শহরতলীর খাদিমপাড়ায় মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এই মানববন্ধন পালন করেন তারা।

খন্দকার কামরুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জবরুল হোসেনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বিলাল, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম বাবুল, ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজ মেম্বার, ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য সাইদুর রহমান এনাম, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মঞ্জুর আহমদ মঞ্জু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাজেদা বেগম, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সালাম, মো. রফিকুল ইসলাম, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল আহাদ খাদিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহাদত হোসেন সাহেদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহাদ আহমদ রুমেল ও আমির আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান সামাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর জুয়েল, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রনু মিয়া মঈন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি খলিলুর রহমান পুতুল, সাধারণ সম্পাদক আব্দুর নূর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ইসলাম মাস্টার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের শামিম আহমেদ সুমন, মীর শাহিন আহমদ, কল্লগ্রাম আদর্শ যুব সংঘের সভাপতি হিমেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মুহিত স্বপন, সৈয়দ এ. কে রেদোয়ান, এম. এ. হক জাবেদ, জেলা ছাত্রলীগ সাবেক সদস্য নাজমুল ইসলাম, জিন্নুরাইন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, আব্দুল মালেক, ছাত্রদল নেতা সৈয়দ রাসেল মাহমুদ, জেলা ছাত্রলীগ নেতা সুব্রত চন্দ, কাজী জাহেদ আহমদ, রুহেল আহমদ, হাবিবুর রহমান পংকি, এস. আই. রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রত্যাশা যুব সংঘের সভাপতি মনজুর আহমদ, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, নোওয়াগাঁও যুব সংঘের সভাপতি মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেওয়ান আল মামুন খসরু, বৃহত্তর পীরের বাজার ইউনিট ছাত্রলীগ নেতা মোঃ হোসেন আলী, আলী হোসেন জিতু, এরশাদ আহমদ, জেলা ছাত্রলীগের আদিত ইসলাম সালমান, মিজানুর রহমান রকি, লাবীর ইকবাল, সিলেট জেলা তাঁতী লীগ নেতা পারভেজ আহমদ, জানাল আহমদ, আব্দুল হালিম, ছারু মিয়া, শেখ সেলিম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত