জগন্নাথপুর প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২০ ২২:২৮

জগন্নাথপুরের হাওরে পোনামাছ অবমুক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যাগে রাজস্ব খাতের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের পোনা মাছ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মইয়ার হাওরের অবমুক্ত করা হয়েছে।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক জিল্লুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, পোনামাছ সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকাদার সুজিত রায় উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, ৪০৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। ১ লাখ টাকা মূলের মাছের টেন্ডার আহবান করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত