সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২০ ২১:২৮

সুনামগঞ্জ কলেজের অনলাইনে পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ সরকারি কলেজের অনলাইনে একাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আলফাত স্কায়ারে (ট্রাফিক পয়েন্ট) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন দূর্জয়ের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক নিমাই সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি দুর্যোধন দাস দুর্জয়, সাধারণ সম্পাদক আসাদ মনি, শহর কমিটির সভাপতি গৌতম দাস, কলেজ ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক সাফিয়া আক্তার। এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া।

বক্তারা বলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ‘টাকা যার শিক্ষা তার’ নীতিতে চলছে। যা সংবিধানবিরোধী। সিংহভাগ শিক্ষার্থীর পরিবার বৈশি^ক মহামারি করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় রয়েছেন। তাদের অনলাইনে ক্লাস বা পরীক্ষার উপযোগি ডিভাইস কেনার পঁয়সা নেই। এছাড়াও প্রত্যন্ত হাওর এলাকার গ্রামে অবস্থানরত শিক্ষার্থীদের উন্নতর ইন্টারনেট সুবিধা নেই। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে একাদশ শ্রেণির অনলাইনে বার্ষিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গণবিরোধী।

মানববন্ধনে বামপন্তি নেতারা দাবি জানান, শিক্ষার্থীদের ডিভাইস ও ইন্টারনেট সুবিধা বিনামূল্যে সরকারি কলেজকে প্রদান করে পরীক্ষার আয়োজন করার। নয়ত এই গণবিরোধী বৈষম্যমূলক নীতি বাতিল করে সার্বজনীন সিদ্ধান্ত গ্রহণ করার আহবান জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব, ইমরান, রায়হান আহমেদ, মাহফুজ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত