সিলেটটুডে ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২০ ২০:১১

শিক্ষা দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মানববন্ধন

মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক সনজয় শর্মার সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট নেতা পল্লব শাহা, ঋত্বিক রোশান, ইমন আহমদ, তুহিন ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মহান শিক্ষা দিবসের অঙ্গিকার আমাদের শাসক দল বাস্তবায়ন করেনি। শিক্ষাকে করা হয়েছে বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ। বাণিজ্যিকীকরণের করাল গ্রাসে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠানে নেই মুক্তবুদ্ধির চর্চা। বক্তারা, করোনার সময় সময় শিক্ষার্থীর সকল প্রকার বেতন, সেমিস্টার ফি মওকুফের জন্য সরকারের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত