কানাইঘাট প্রতিনিধি :

১৭ সেপ্টেম্বর, ২০২০ ২২:৫০

কানাইঘাটে বছরব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন

সিলেটের কানাইঘাটে বছরব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশন এই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সংগঠনটি স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধকরতে প্রচারণা চালিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংগঠনের কার্যালয়ে সদস্য আলবাব জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ, সংগঠনের উপদেষ্টা ও কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ঝলক দাস, হাসান আহমেদ, জাহিদুল ইসলাম, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য এখলাছুর রহমান, কাওছার আহমদ, জাহিদুল ইসলাম, ফয়েজ আহমদ, সদস্য আলবাব জান্নাত, কাশিম, শাকিল আহমদ, রহিম উদ্দিন, বাসার রানা, কামরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ইউনাইটেড সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়ে গিয়ে রক্তের গ্রুপ পরীক্ষা করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে কানাইঘাট উপজেলার সবাইকে রক্ত পরীক্ষা করার জন্য আহবান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত