তাহিরপুর প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২০ ১৫:২৪

তাহিরপুরে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ই অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন এর সভাপতিত্বে ও পরিষদের সচিব সমীর চন্দ্র সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার বাবুল আখতার।

এ সময় তিনি নারী নির্যাতন প্রতিরোধ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, আপনারা সবাই সর্তকতা অবলম্বন করে চলবেন। আপনার এলাকায় কোন অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে আমাদের জানান। আমরা ব্যবস্থা নিব। পরিবারের ছেলেও মেয়ের বিষয়ে খোঁজ খবর সব সময় রাখবেন। পারিবারিক শিক্ষাই সব চেয়ে বড় শিক্ষা। সবার সহযোগিতা পেলে নারী নির্যাতনসহ সকল অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, তাহিরপুর থানার এসআই দীপঙ্কর তালুকদার, সহকারী শিক্ষিকা রিক্তা রানী চক্রবর্তী, ইউপি সদস্য বিলাল আমিন, মতিউর রহমান প্রমুখ।

এ ছাড়াও উপজেলার বাদাঘাট, বালিজুড়ী, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দলসহ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ পৃথক পৃথক স্থানে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত