কমলগঞ্জ প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২০ ১৯:০৫

‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকতে হবে’

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোঁয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা এসবের মধ্যদিয়ে সচেতন হয়ে উঠতে হবে। আগামী শীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। তাই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে এসব পদ্ধতি মেনে চলতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় শমশেরনগর ইসলামিক মিশনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনের আয়োজনে মিশনের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার মোমিনুল হক ও খাইরুল আমীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমম্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহী উদ্দিন মজুমদার, ইসলামিক মিশন বিভাগের পরিচালক ডা. এবিএম জাহাঙ্গীর আলম। সভায় গণশিক্ষার শিক্ষক ও মিশনের মক্তব শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত