ছাতক প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০২০ ১৮:৪১

ছাতকে পূজামণ্ডপে আনসার ও ভিডিপির মোবাইল টিম

সুনামগঞ্জের ছাতকে মোবাইল টিমের মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫টি টিমের মাধ্যমে ছাতক উপজেলার ৩৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫০ জন সদস্য শিফটিং পদ্ধতিতে দায়িত্ব পালন করছেন। এর নেতৃত্বে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান। সহযোগিতায় রয়েছেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ফারুক আহমদ। শারদীয় দূর্গোৎসব শুরু হওয়ার প্রথম থেকেই মোবাইল টিমের মাধ্যমে মণ্ডপে-মণ্ডপে দায়িত্ব পালন করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান জানান, পূজামণ্ডপের শৃংখলা রক্ষায় প্রতি বছর মণ্ডপে-মণ্ডপে আনসার বাহিনীকে নিয়োগ দেয়া হতো। এ বছর সরকারি নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোবাইল টিমের মাধ্যমে পূজামণ্ডপের শৃংখলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত